• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বিপিএলের পয়েন্ট তালিকা জেনে নিন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ০৬:১৬ পিএম
বিপিএলের পয়েন্ট তালিকা জেনে নিন 
ছবি সংগৃহীত

চলতি বিপিএলে ঢাকা ও চট্রগ্রাম পর্বের খেলা শেষে এখন চায়ের রাজধানী সিলেটে অবস্থান করছে সব ফ্রাঞ্চাইজির দল। আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে এই পর্বের খেলা। 

শুক্রবার (৪ ফেব্রুয়ার) ঢাকা পর্বের শেষদিনে বৃষ্টির কবলে পড়ে সারাদেশ। ফলে দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সকে নিয়ম অনুযায়ী সমান ১ পয়েন্ট করে ভাগাভাগি করে দেয়া হয়। এর পরের ম্যাচেও ঢাকা আর কুমিল্লাকে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। 

চলতি বিপিএলের ২০ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের শুরুতেই টানা ৩ ম্যাচে জয় পায় কুমিল্লা। এরপর ঢাকার বিপক্ষে ৫০ রানে হেরে জয়রথ থামে কুমিল্লার। কিন্তু পরের ম্যাচেই আবার দারুণভাবে ঘুরে দাঁড়ায় অধিনায়ক ইমরুল কায়েসের দল। আর মিরপুরে গতকাল বৃষ্টিতে খেলা ভেস্তে যাওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কুমিল্লাকে। 

পয়েন্ট টেবিলের ২য় স্থানে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের দল ফরচুন বরিশাল। ৭ ম্যাচে তাদেরও সংগ্রহ ৯ পয়েন্ট। তবে নেট রানরেটে পিছিয়ে রয়েছে দলটি। 

এরপরের অবস্থানে রয়েছে যথাক্রমে মিনিস্টার ঢাকা, খুলনা টাইগার্স ও চট্রগ্রাম। তারা প্রত্যেক দল জয় পেয়েছে সমান ৩ টি করে ম্যাচে। আর পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন সিলেট সানরাইজার্স। ৬ ম্যাচ থেকে তাদের পয়েন্ট সংখ্যা মাত্র ৩। 

এদিকে সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোকাবেলা করবে ফরচুন বরিশাল। আর পরের ম্যাচে খুলনাকে আথিতিয়তা দিবে সিলেট সানরাইজার্স। 

ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিল-

 

Link copied!